কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জ ব্যুরো
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫১:৫৪ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজলায় কৃষক মানিক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এসময় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মানিক, বাদল, নয়ন ও সুজন এরা চারজন ভাই। অন্যরা হলেন- আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত এবং মামুন। আসামিদের সবার বাড়ি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামে।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামিক বেকসুর খালাস দেয়া হয়েছে। আসামিদের মধ্যে বিচার চলাকালে তিনজনের মৃত্যু হয়। অপর একজন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালে ৬ আগস্ট করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আ. হেকিমের লোকজন প্রতিপক্ষের জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় পালইকান্দা গ্রামের মৃত আবু সহিদের ছেলে কৃষক মানিক মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে একই দিন ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজলায় কৃষক মানিক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মানিক, বাদল, নয়ন ও সুজন এরা চারজন ভাই। অন্যরা হলেন- আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত এবং মামুন। আসামিদের সবার বাড়ি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামে।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামিক বেকসুর খালাস দেয়া হয়েছে। আসামিদের মধ্যে বিচার চলাকালে তিনজনের মৃত্যু হয়। অপর একজন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালে ৬ আগস্ট করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আ. হেকিমের লোকজন প্রতিপক্ষের জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় পালইকান্দা গ্রামের মৃত আবু সহিদের ছেলে কৃষক মানিক মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে একই দিন ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন।