ঈশ্বরগঞ্জে শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন করলেন স্বামী
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪:২১ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহ কেন্দ্র করে শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন করেছেন স্বামী। নিহতের গৃহবধূর নাম লাকির (২৫)।
বুধবার সকাল ৮টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরশহরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লাকি উপজেলার দত্তপাড়া গ্রামের মতিউর রহমানের মেয়ে।
এদিকে এ ঘটনায় জনতা ঘাতক স্বামী সবুজ মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানা যায়, লাকির (২৫) সঙ্গে গৌরীপুরের বিস্কা গ্রামের আবদুল কাদিরের ছেলে সবুজের বিয়ে হয়। লাকি এক কন্যাসন্তানের জননী।
বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাধ চলে আসছিল।
মঙ্গলবার লাকী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি দত্তপাড়া আসেন। ওই রাতেই স্বামী সবুজ মিয়া শ্বশুরবাড়িতে আসেন। ভোরে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী সবুজ লাকীকে ছোরা দিয়ে আঘাত করে।
পরিবারের লোকজন আহত লাকীকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় ঘাতক স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী সবুজকে আটক করে থানায় সোপর্দ করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈশ্বরগঞ্জে শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন করলেন স্বামী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহ কেন্দ্র করে শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন করেছেন স্বামী। নিহতের গৃহবধূর নাম লাকির (২৫)।
বুধবার সকাল ৮টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরশহরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লাকি উপজেলার দত্তপাড়া গ্রামের মতিউর রহমানের মেয়ে।
এদিকে এ ঘটনায় জনতা ঘাতক স্বামী সবুজ মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানা যায়, লাকির (২৫) সঙ্গে গৌরীপুরের বিস্কা গ্রামের আবদুল কাদিরের ছেলে সবুজের বিয়ে হয়। লাকি এক কন্যাসন্তানের জননী।
বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাধ চলে আসছিল।
মঙ্গলবার লাকী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি দত্তপাড়া আসেন। ওই রাতেই স্বামী সবুজ মিয়া শ্বশুরবাড়িতে আসেন। ভোরে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী সবুজ লাকীকে ছোরা দিয়ে আঘাত করে।
পরিবারের লোকজন আহত লাকীকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় ঘাতক স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী সবুজকে আটক করে থানায় সোপর্দ করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।