মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির অফিস ভবন উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০:১২ | অনলাইন সংস্করণ
মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি’র নিজস্ব অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে মাদারীপুর পৌর মার্কেট সংলগ্ন নতুন শহর এলাকায় অফিস ভবন উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
ফিতা কেটে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির অফিস ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি যুগান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খান মো. শহীদ, নুরজাহান সেলিম নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম।
জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমআর মুতর্জা, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ ড. বশীর আহম্মেদ, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান, সাংবাদিক ফাইজুল শরীফ, শাহাদাত হোসেন প্রমুখ।
পরে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সভায় জেলা আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, জাসদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতরা উপস্থিত ছিলেন। এ সময় তারা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন হিসেবে জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাফল্য কামনা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির অফিস ভবন উদ্বোধন
মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি’র নিজস্ব অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে মাদারীপুর পৌর মার্কেট সংলগ্ন নতুন শহর এলাকায় অফিস ভবন উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
ফিতা কেটে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির অফিস ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি যুগান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খান মো. শহীদ, নুরজাহান সেলিম নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সরোয়ার ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম।
জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমআর মুতর্জা, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ ড. বশীর আহম্মেদ, শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান, সাংবাদিক ফাইজুল শরীফ, শাহাদাত হোসেন প্রমুখ।
পরে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সভায় জেলা আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, জাসদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতরা উপস্থিত ছিলেন। এ সময় তারা জেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন হিসেবে জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাফল্য কামনা করেন।