বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশাল ব্যুরো
২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৯:১৩ | অনলাইন সংস্করণ
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯টায় পারভীন বেগম (৩৫) নামে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
পারভীন বেগম বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের মো. ফায়জুল হকের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় পারভীনকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ২১ জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩ জন। চিকিৎসাধীন আছেন ৮০ জন রোগী।
গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩ জন। মারা গেছে ৯ জন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯টায় পারভীন বেগম (৩৫) নামে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
পারভীন বেগম বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের মো. ফায়জুল হকের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় পারভীনকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ২১ জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩ জন। চিকিৎসাধীন আছেন ৮০ জন রোগী।
গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩ জন। মারা গেছে ৯ জন।