বোমা সন্দেহে ঘিরে রাখা লাল লাগেজে মিলল খণ্ডিত লাশ
যুগান্তর রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১২:১৪:৪৩ | অনলাইন সংস্করণ
অবশেষে ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে ঘিরে রাখা লাল লাগেজ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের হাত-পাবিহীন দ্বিখণ্ডিত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।
লাগেজটিতে বোমা রয়েছে এমন সন্দেহে পুলিশ ও র্যাব সদস্যরা রোববার রাত থেকে ঘিরে রাখেন। এর পর বোম ডিসপোজাল ইউনিট ডাকা হয়।
সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট লাগেজটি খুলে দ্বিখণ্ডিত গলিত মরদেহ দেখতে পান।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, পাটগুদাম ব্রিজের কাছে রোববার বেলঅ ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের এক সদস্যের। পরে থানা পুলিশকে জানান তিনি।
বোমা সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। সকালে বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা করে নিশ্চিত হন লাগেজে কোনো বোমা নেই। পরে লাগেজ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির টুকরো মরদেহ পাওয়া যায়।
নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বোমা সন্দেহে ঘিরে রাখা লাল লাগেজে মিলল খণ্ডিত লাশ
অবশেষে ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে ঘিরে রাখা লাল লাগেজ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের হাত-পাবিহীন দ্বিখণ্ডিত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।
লাগেজটিতে বোমা রয়েছে এমন সন্দেহে পুলিশ ও র্যাব সদস্যরা রোববার রাত থেকে ঘিরে রাখেন। এর পর বোম ডিসপোজাল ইউনিট ডাকা হয়।
সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট লাগেজটি খুলে দ্বিখণ্ডিত গলিত মরদেহ দেখতে পান।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, পাটগুদাম ব্রিজের কাছে রোববার বেলঅ ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের এক সদস্যের। পরে থানা পুলিশকে জানান তিনি।
বোমা সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। সকালে বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা করে নিশ্চিত হন লাগেজে কোনো বোমা নেই। পরে লাগেজ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির টুকরো মরদেহ পাওয়া যায়।
নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।