চাঁদাবাজী মামলায় আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১০:৪৫:৫০ | অনলাইন সংস্করণ
ঢাকার আশুলিয়ায় থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ধামসোনা ইউপির মেম্বার মঈনুল হোসেন ভূঁইয়া জমিদখল ও চাঁদাবাজী মামলায় গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার রাত ১১টায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী মাকসুদা বেগম জানান, দীঘদিন ধরে মঈনুল হোসেন ভূঁইয়া তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সোমবার রাত ১১টার দিকে মঈনুল হোসেন ভূঁইয়া ও তার বাহিনী বাইপাইল এলাকার তার মার্কেট ও জমি জবরদখল করতে যায়। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চান।
তিনি জানান, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বাইপাইল এলাকার মাকসুদার মার্কেট মঈনুল হোসেন ভূঁইয়াকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে মাকসুদা বেগমের জমি দখল ও চাঁদাবাজীর অভিযোগটি মামলা হিসেবে রুজু হলে মঈনুল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়।
এ ব্যাপারে আশুলিয়া ও ধামরাই সার্কেল তহমিদুল ইসলাম জানান, মঈনুল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজী ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাঁদাবাজী মামলায় আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ধামসোনা ইউপির মেম্বার মঈনুল হোসেন ভূঁইয়া জমিদখল ও চাঁদাবাজী মামলায় গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার রাত ১১টায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী মাকসুদা বেগম জানান, দীঘদিন ধরে মঈনুল হোসেন ভূঁইয়া তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সোমবার রাত ১১টার দিকে মঈনুল হোসেন ভূঁইয়া ও তার বাহিনী বাইপাইল এলাকার তার মার্কেট ও জমি জবরদখল করতে যায়। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চান।
তিনি জানান, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বাইপাইল এলাকার মাকসুদার মার্কেট মঈনুল হোসেন ভূঁইয়াকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে মাকসুদা বেগমের জমি দখল ও চাঁদাবাজীর অভিযোগটি মামলা হিসেবে রুজু হলে মঈনুল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়।
এ ব্যাপারে আশুলিয়া ও ধামরাই সার্কেল তহমিদুল ইসলাম জানান, মঈনুল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজী ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।