সন্তানের নাম রেখে আর কর্মস্থলে ফেরা হল না আল আমিনের
হবিগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ২১:২৭:২৬ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত আল-আমিন পেশায় নির্মাণ শ্রমিক। বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। মাত্র ১৯ দিন আগে এক ছেলের জন্ম হয়।
খবর পেয়ে দুই মেয়ের পর জন্ম নেয়া একমাত্র ছেলের নাম রাখতে খুশিতে চট্টগ্রাম থেকে বাড়ি আসেন আল-আমিন। ধুমধাম করে ছেলের নাম রাখেন ইয়ামিন।
কয়েকদিন স্ত্রী-সন্তানের সঙ্গে থেকে সোমবার রাতে আবারও কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু বিধি বাম। রাতে উদয়ন ট্রেনযোগে চট্টগ্রামে রওয়ানা হলে পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আল-আমিন। সঙ্গে থাকা তার চাচা মনু মিয়া ও ফুফাতো ভাই শামীম এ দুর্ঘটনায় আহত হন।
বড়ইউড়ি ইউপির সাবেক মেম্বার কুতুব উদ্দিন জানান, ছেলের নাম রাখতে আল-আমিন সম্প্রতি বাড়িতে আসেন। একমাত্র ছেলের নাম রাখেন ইয়ামিন। তার রনিহা (৬) ও নুছরা (৮) নামে দুটি মেয়ে রয়েছে। নিহত আল-আমিনের কোনো ভাই-বোন নেই। অনেক আগেই মারা গেছেন মা-বাবাও। এখন তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রীও শোকে পাথর হয়ে গেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সন্তানের নাম রেখে আর কর্মস্থলে ফেরা হল না আল আমিনের
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত আল-আমিন পেশায় নির্মাণ শ্রমিক। বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। মাত্র ১৯ দিন আগে এক ছেলের জন্ম হয়।
খবর পেয়ে দুই মেয়ের পর জন্ম নেয়া একমাত্র ছেলের নাম রাখতে খুশিতে চট্টগ্রাম থেকে বাড়ি আসেন আল-আমিন। ধুমধাম করে ছেলের নাম রাখেন ইয়ামিন।
কয়েকদিন স্ত্রী-সন্তানের সঙ্গে থেকে সোমবার রাতে আবারও কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু বিধি বাম। রাতে উদয়ন ট্রেনযোগে চট্টগ্রামে রওয়ানা হলে পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান আল-আমিন। সঙ্গে থাকা তার চাচা মনু মিয়া ও ফুফাতো ভাই শামীম এ দুর্ঘটনায় আহত হন।
বড়ইউড়ি ইউপির সাবেক মেম্বার কুতুব উদ্দিন জানান, ছেলের নাম রাখতে আল-আমিন সম্প্রতি বাড়িতে আসেন। একমাত্র ছেলের নাম রাখেন ইয়ামিন। তার রনিহা (৬) ও নুছরা (৮) নামে দুটি মেয়ে রয়েছে। নিহত আল-আমিনের কোনো ভাই-বোন নেই। অনেক আগেই মারা গেছেন মা-বাবাও। এখন তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রীও শোকে পাথর হয়ে গেছেন।