চট্টগ্রামে দুই জাহাজের চাপে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
১৭ জানুয়ারি ২০২০, ২২:২৩:১১ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামে দুই জাহাজের চাপে পড়ে মনু মিয়া নামে ৬০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, এক জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের হুক লাগানোর সময় দুই জাহাজের চাপে পড়ে গুরুতর আহত হয় মনু মিয়া। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনু মিয়াকে মৃত ঘোষণা করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে দুই জাহাজের চাপে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে দুই জাহাজের চাপে পড়ে মনু মিয়া নামে ৬০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, এক জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের হুক লাগানোর সময় দুই জাহাজের চাপে পড়ে গুরুতর আহত হয় মনু মিয়া। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনু মিয়াকে মৃত ঘোষণা করে।