বলেশ্বর নদে ধরা পড়ল ১০ মণের ‘শাপলা পাতা’ মাছ
যুগান্তর রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১০:৫৪:০৫ | অনলাইন সংস্করণ
বরগুনার বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। বিশালাকৃতির ওই মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
শুক্রবার ভোরে নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, পাথরঘাটার বিএফডিসি ঘাটে মাছটি নিয়ে যান জেলেরা। প্রায় লাখ টাকা দিয়ে শাপলা পাতা মাছটি কিনে নেন ফিশ স্টোরের স্বত্বাধিকারী মো. হানিফ। বিক্রির জন্য মাছটির প্রতি কেজির দাম ঠিক করা হয় ৩৫০ টাকা।
ফিশ স্টোরের স্বত্বাধিকারী মো. হানিফ বলেন, ১০ মণ ওজনের ‘শাপলা পাতা’ মাছটি কিনে প্রতি কেজির দাম ঠিক করেছি সাড়ে ৩৫০ টাকা।
কেজিপ্রতি ৩৫০ টাকায় মাছটি বিক্রি করলে লেবার খরচ শেষে আমার প্রায় ১৫ হাজার টাকার মতো লাভ থাকবে বলে আশা করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বলেশ্বর নদে ধরা পড়ল ১০ মণের ‘শাপলা পাতা’ মাছ
বরগুনার বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। বিশালাকৃতির ওই মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
শুক্রবার ভোরে নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, পাথরঘাটার বিএফডিসি ঘাটে মাছটি নিয়ে যান জেলেরা। প্রায় লাখ টাকা দিয়ে শাপলা পাতা মাছটি কিনে নেন ফিশ স্টোরের স্বত্বাধিকারী মো. হানিফ। বিক্রির জন্য মাছটির প্রতি কেজির দাম ঠিক করা হয় ৩৫০ টাকা।
ফিশ স্টোরের স্বত্বাধিকারী মো. হানিফ বলেন, ১০ মণ ওজনের ‘শাপলা পাতা’ মাছটি কিনে প্রতি কেজির দাম ঠিক করেছি সাড়ে ৩৫০ টাকা।
কেজিপ্রতি ৩৫০ টাকায় মাছটি বিক্রি করলে লেবার খরচ শেষে আমার প্রায় ১৫ হাজার টাকার মতো লাভ থাকবে বলে আশা করছি।