সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশির ভাসমান লাশ
সাতক্ষীরা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩:৩৪ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরার ভোমরা সীমান্তের কুমড়োখালি খালে এক বাংলাদেশির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের পেছনের খালে লাশটি পাওয়া যায়।
লাশটি সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আশু ঘোষ ওরফে আশু পাগল (৫০) হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, আশু ঘোষ ছিলেন একজন মাদকসেবী। তিনি শনিবার রাতে কুমড়োখালি নদী পার হতে গিয়ে পড়ে যান। সেখানেই তার মৃত্যু ঘটে বলে ধারণা তাদের।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খালে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিকভাবে তার লাশ সৎকার করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশির ভাসমান লাশ
সাতক্ষীরার ভোমরা সীমান্তের কুমড়োখালি খালে এক বাংলাদেশির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের পেছনের খালে লাশটি পাওয়া যায়।
লাশটি সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আশু ঘোষ ওরফে আশু পাগল (৫০) হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, আশু ঘোষ ছিলেন একজন মাদকসেবী। তিনি শনিবার রাতে কুমড়োখালি নদী পার হতে গিয়ে পড়ে যান। সেখানেই তার মৃত্যু ঘটে বলে ধারণা তাদের।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খালে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিকভাবে তার লাশ সৎকার করা হয়েছে বলে জানান তিনি।