ফের মালয়েশিয়া যাওয়ার পথে ১০ রোহিঙ্গা উদ্ধার, ২ দালাল আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০:১৭ | অনলাইন সংস্করণ
ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ রোহিঙ্গাকে উদ্ধার এবং দুই দালালকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং উপকূল থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের সাবরাং এলাকায় জড়ো করে। এমন খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষমাণ নারী-শিশুসহ ১০ জনকে
উদ্ধার করা হয়। এ সময় দুই দালালকে আটক করা হয়।
উদ্ধার রোহিঙ্গাদের আদালতের মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।’
আটক দালালদের মধ্যে একজনের নাম ইউনুস ওরফে ইউনুস মাঝি (৪০)। তিনি টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বশির আহম্মদের ছেলে।
ইউনুস গত মঙ্গলবার সেন্টমার্টিনের সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত গত মঙ্গলবার ১৩৮ যাত্রী নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিনের অদূরে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে।
এতে ১৫ জনের মৃত্যু হয় এবং ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারডুবির ঘটনায় পর দিন কোস্টগার্ড বাদী হয়ে ১৯ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করে। সেই মামলায় পুলিশ ইতিমধ্যে আটজনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফের মালয়েশিয়া যাওয়ার পথে ১০ রোহিঙ্গা উদ্ধার, ২ দালাল আটক
ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ রোহিঙ্গাকে উদ্ধার এবং দুই দালালকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং উপকূল থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের সাবরাং এলাকায় জড়ো করে। এমন খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষমাণ নারী-শিশুসহ ১০ জনকে
উদ্ধার করা হয়। এ সময় দুই দালালকে আটক করা হয়।
উদ্ধার রোহিঙ্গাদের আদালতের মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।’
আটক দালালদের মধ্যে একজনের নাম ইউনুস ওরফে ইউনুস মাঝি (৪০)। তিনি টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বশির আহম্মদের ছেলে।
ইউনুস গত মঙ্গলবার সেন্টমার্টিনের সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত গত মঙ্গলবার ১৩৮ যাত্রী নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিনের অদূরে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে।
এতে ১৫ জনের মৃত্যু হয় এবং ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারডুবির ঘটনায় পর দিন কোস্টগার্ড বাদী হয়ে ১৯ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করে। সেই মামলায় পুলিশ ইতিমধ্যে আটজনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে।