বর্ণিল আলোকচ্ছটায় চিত্রাপাড়ের নক্ষত্র বিশ্বকাপজয়ী অরণ্যকে বরণ
নড়াইল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫২:৫৫ | অনলাইন সংস্করণ
জমকালো আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে বাংলাদেশকে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেয়া নড়াইলে চিত্রাপাড়ের উদীয়মান নক্ষত্র অভিষেক দাস ওরফে অরণ্যকে বরণ করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী আতশবাজির ঝলকানি রাতের আকাশকে আলোকময় করে তোলে।
শহরের কুড়িগ্রামে তৎকালীন জমিদারদের চিত্রা নদীর পাড়ে বাঁধানো ঘাট চত্বরে অবস্থিত অভিষেক দাসের বাড়ি। এরই নিকটস্থ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান মঞ্চ চত্বরে আয়োজন করা হয় আনন্দ উৎসবসহ আতশবাজির প্রদর্শনী।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের খেলোয়াড় নড়াইলের কৃতী সন্তান অভিষেক দাস অরণ্যের সাফল্যকে কেন্দ্র করে আতশবাজির প্রদর্শনীর আয়োজন করেন অভিষেকপ্রেমীরা। এ আনন্দ উৎসবে যোগ দিতে সোমবার সন্ধ্যা থেকে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।
অভিষেকপ্রেমীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠানে যোগ দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন, অভিষেকের বাবা অসিত দাস, কলকাতা থেকে আগত অভিষেকের কাকা জয়দেব বিশ্বাস, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, মো. লুলু খান ও জেলা আ’লীগের অন্যতম নেতা হাফিজ খান মিলন প্রমুখ।
ক্রিকেটার অভিষেক দাস অরণ্য অতিথিদের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় কোমলমতি বিশ্বকাপ জয়ী তারকা অভিষেকের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ।
অনুষ্ঠানে অভিষেক বলেন, ‘মাশরাফি ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট খেলায় এসেছি। তার খেলা এবং সুশৃঙ্খল জীবনযাপন আমাকে মুগ্ধ করে। প্রায়ই তার সঙ্গে কথা বলি, পরামর্শ নেয়ার চেষ্টা করি। আমার স্বপ্ন মাশরাফি ভাইয়ের মতো দেশসেরা পেসার হওয়ার।’
মাশরাফি বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিষেকের পারফরম্যান্স বড় অবদান রেখেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
এ সময় জমকালো আতশবাজির প্রদর্শনীতে অভিষেককে বরণ করায় তার বাবা অসিত দাস আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বর্ণিল আলোকচ্ছটায় চিত্রাপাড়ের নক্ষত্র বিশ্বকাপজয়ী অরণ্যকে বরণ
জমকালো আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে বাংলাদেশকে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেয়া নড়াইলে চিত্রাপাড়ের উদীয়মান নক্ষত্র অভিষেক দাস ওরফে অরণ্যকে বরণ করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী আতশবাজির ঝলকানি রাতের আকাশকে আলোকময় করে তোলে।
শহরের কুড়িগ্রামে তৎকালীন জমিদারদের চিত্রা নদীর পাড়ে বাঁধানো ঘাট চত্বরে অবস্থিত অভিষেক দাসের বাড়ি। এরই নিকটস্থ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান মঞ্চ চত্বরে আয়োজন করা হয় আনন্দ উৎসবসহ আতশবাজির প্রদর্শনী।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের খেলোয়াড় নড়াইলের কৃতী সন্তান অভিষেক দাস অরণ্যের সাফল্যকে কেন্দ্র করে আতশবাজির প্রদর্শনীর আয়োজন করেন অভিষেকপ্রেমীরা। এ আনন্দ উৎসবে যোগ দিতে সোমবার সন্ধ্যা থেকে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।
অভিষেকপ্রেমীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠানে যোগ দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন, অভিষেকের বাবা অসিত দাস, কলকাতা থেকে আগত অভিষেকের কাকা জয়দেব বিশ্বাস, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, মো. লুলু খান ও জেলা আ’লীগের অন্যতম নেতা হাফিজ খান মিলন প্রমুখ।
ক্রিকেটার অভিষেক দাস অরণ্য অতিথিদের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় কোমলমতি বিশ্বকাপ জয়ী তারকা অভিষেকের চোখে-মুখে ছিল আনন্দের ছাপ।
অনুষ্ঠানে অভিষেক বলেন, ‘মাশরাফি ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট খেলায় এসেছি। তার খেলা এবং সুশৃঙ্খল জীবনযাপন আমাকে মুগ্ধ করে। প্রায়ই তার সঙ্গে কথা বলি, পরামর্শ নেয়ার চেষ্টা করি। আমার স্বপ্ন মাশরাফি ভাইয়ের মতো দেশসেরা পেসার হওয়ার।’
মাশরাফি বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিষেকের পারফরম্যান্স বড় অবদান রেখেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
এ সময় জমকালো আতশবাজির প্রদর্শনীতে অভিষেককে বরণ করায় তার বাবা অসিত দাস আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।