নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম কেফায়েত উল্যাহ হাসান (১৮)।
রোববার রাতে বেগমগঞ্জ চৌরাস্তার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কেফায়েত উল্যাহ হাসান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাইয়া বাড়ির হেদায়েত উল্যাহর ছেলে।
জানা যায়, বেগমগঞ্জ চৌরাস্তার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে রোববার রাতে হাসানকে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম কেফায়েত উল্যাহ হাসান (১৮)।
রোববার রাতে বেগমগঞ্জ চৌরাস্তার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কেফায়েত উল্যাহ হাসান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাইয়া বাড়ির হেদায়েত উল্যাহর ছেলে।
জানা যায়, বেগমগঞ্জ চৌরাস্তার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে রোববার রাতে হাসানকে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।