মেহেরপুরে অসুস্থ প্রবাসীর মৃত্যু
মেহেরপুরের দিঘীরপাড়ায় মহিন হোসেন মঙ্গল (৪৮) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।
১৭ দিন আগে অসুস্থ হয়ে তিনি দেশে ফেরেন এবং সোমবার দুপুরে তিনি মারা যান।
মহিন হোসেন মঙ্গলের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার বাবা সোমবার গ্রামের মাঠে নিজ জমিতে শ্রমিকদের কাজ দেখতে যান। এ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান। ধর্মীয় রীতিতে বাদ মাগরিব তার লাশ সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, তার বাবা অসুস্থ অবস্থায় দেশে আসার পর ডা. অলোক কুমার দাসের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।
যোগাযোগ করা হলে ডা. অলোক জানান, তার কাছে নয় চিকিৎসা নিয়েছেন আজিম মেডিকেলে। সেখানে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খায়রুজ্জামান তাকে চিকিৎসা দিয়েছেন।
ডা. খায়রুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীর ডায়াবেটিস ছিল। আগে একবার স্ট্রোক করেছেন। সেই হিসেবে চিকিৎসা দেয়া হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন জানান, স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে রোগতত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাতে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেহেরপুরে অসুস্থ প্রবাসীর মৃত্যু
মেহেরপুরের দিঘীরপাড়ায় মহিন হোসেন মঙ্গল (৪৮) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।
১৭ দিন আগে অসুস্থ হয়ে তিনি দেশে ফেরেন এবং সোমবার দুপুরে তিনি মারা যান।
মহিন হোসেন মঙ্গলের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার বাবা সোমবার গ্রামের মাঠে নিজ জমিতে শ্রমিকদের কাজ দেখতে যান। এ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান। ধর্মীয় রীতিতে বাদ মাগরিব তার লাশ সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, তার বাবা অসুস্থ অবস্থায় দেশে আসার পর ডা. অলোক কুমার দাসের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।
যোগাযোগ করা হলে ডা. অলোক জানান, তার কাছে নয় চিকিৎসা নিয়েছেন আজিম মেডিকেলে। সেখানে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খায়রুজ্জামান তাকে চিকিৎসা দিয়েছেন।
ডা. খায়রুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীর ডায়াবেটিস ছিল। আগে একবার স্ট্রোক করেছেন। সেই হিসেবে চিকিৎসা দেয়া হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন জানান, স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে রোগতত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাতে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে।