তিন বছর পর গৌরীপুরে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান বিজয়ী
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ২১:৪২:০৮ | অনলাইন সংস্করণ
সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলীকে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী।
তিনি জানান, ২০১৬ সালের ৩১মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আনোয়ার হোসেন (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৫৯ ভোটে বিজয়ী ঘোষণা করেন রির্টাানিং অফিসার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হযরত আলী (নৌকা প্রতীক) পান ৫ হাজার ২১ ভোট।
এ বিজয়কে চ্যালেঞ্জ করে মো. হযরত আলী বাদী হয়ে ময়মনসিংহের সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনালে ২টি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। শুনানি শেষে উভয়পক্ষের উপস্থিতিতে শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালীহর মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট পুণঃগণনা অনুষ্ঠিত হয়।
পুণঃগণনায় ঘোড়া প্রতীকের ১০১টি ভোট বাতিল ও নৌকা প্রতীকের ৩ ভোট বৃদ্ধি পায়। ফলে ঘোড়া প্রতীকের ৪ হাজার ৯৫৮ ভোট ও নৌকা প্রতীকের ৫ হাজার ২৪ ভোট হয়। এর মধ্যে ১৫টি ভোট আপত্তিতে রেখে ৫১ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলীকে বিজয়ী ঘোষণা করে এ রায় দেন বিচারক উমা রানী দাস।
বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন খান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তিন বছর পর গৌরীপুরে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান বিজয়ী
সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলীকে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামী।
তিনি জানান, ২০১৬ সালের ৩১মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আনোয়ার হোসেন (ঘোড়া প্রতীক) ৫ হাজার ৫৯ ভোটে বিজয়ী ঘোষণা করেন রির্টাানিং অফিসার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হযরত আলী (নৌকা প্রতীক) পান ৫ হাজার ২১ ভোট।
এ বিজয়কে চ্যালেঞ্জ করে মো. হযরত আলী বাদী হয়ে ময়মনসিংহের সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইবুনালে ২টি ভোট কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। শুনানি শেষে উভয়পক্ষের উপস্থিতিতে শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালীহর মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট পুণঃগণনা অনুষ্ঠিত হয়।
পুণঃগণনায় ঘোড়া প্রতীকের ১০১টি ভোট বাতিল ও নৌকা প্রতীকের ৩ ভোট বৃদ্ধি পায়। ফলে ঘোড়া প্রতীকের ৪ হাজার ৯৫৮ ভোট ও নৌকা প্রতীকের ৫ হাজার ২৪ ভোট হয়। এর মধ্যে ১৫টি ভোট আপত্তিতে রেখে ৫১ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলীকে বিজয়ী ঘোষণা করে এ রায় দেন বিচারক উমা রানী দাস।
বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন খান।