শরীয়তপুরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৯:১৫:০৬ | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ফয়সাল হোসেন নামে বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে শরীয়তপুর-মাঝিরঘাট মহাসড়কে জাজিরা উপজেলায় জাজিরা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন ডামুড্যা উপজেলার ধানকাঠি গ্রামের মনির হোসেনের ছেলে। সে দোয়া পরিবহন নামে সিটিং বাসের হেলপার।
বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম জানান, মাঝির ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথিমধ্যে জাজিরা কলেজের কাছে আসলে বাসের ছাদে যাত্রীদের থেকে ভাড়া আদায় করতে হেলপার বাসের ছাদে উঠেছিল।
হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যায়। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গাড়িচালক শাহ আলম বলেন, গাড়ি চলতি অবস্থায় হেলপার ফয়সাল ছাদে উঠেছিল। সে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শরীয়তপুরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু
শরীয়তপুরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ফয়সাল হোসেন নামে বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে শরীয়তপুর-মাঝিরঘাট মহাসড়কে জাজিরা উপজেলায় জাজিরা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন ডামুড্যা উপজেলার ধানকাঠি গ্রামের মনির হোসেনের ছেলে। সে দোয়া পরিবহন নামে সিটিং বাসের হেলপার।
বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম জানান, মাঝির ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথিমধ্যে জাজিরা কলেজের কাছে আসলে বাসের ছাদে যাত্রীদের থেকে ভাড়া আদায় করতে হেলপার বাসের ছাদে উঠেছিল।
হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যায়। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গাড়িচালক শাহ আলম বলেন, গাড়ি চলতি অবস্থায় হেলপার ফয়সাল ছাদে উঠেছিল। সে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
জাজিরা থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।