সাতক্ষীরায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশ বলছে দুদল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধ’
সাতক্ষীরা প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১০:৩৫:১২ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর তমালতলায় একটি আমবাগানে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, দুদল সন্ত্রাসীর গোলাগুলির সময় ওই ব্যক্তি নিহত হন। তার নাম ওয়াহেদ আলী (৪৩)।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান যুগান্তরকে জানান, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে ধূলিহরের তমালতলায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে। তিনি এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে দ্রুত সেখানে যান। ঘটনাস্থলে একটি লাশ দেখতে পান। নিহত ব্যক্তিকে তমালতলা গ্রামের ওয়াহেদ আলীর হিসেবে শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা ছাড়াও দুটি নাশকতা ও দুটি অস্ত্র মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতক্ষীরায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশ বলছে দুদল সন্ত্রাসীর ‘বন্দুকযুদ্ধ’
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর তমালতলায় একটি আমবাগানে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, দুদল সন্ত্রাসীর গোলাগুলির সময় ওই ব্যক্তি নিহত হন। তার নাম ওয়াহেদ আলী (৪৩)।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান যুগান্তরকে জানান, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে ধূলিহরের তমালতলায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে। তিনি এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে দ্রুত সেখানে যান। ঘটনাস্থলে একটি লাশ দেখতে পান। নিহত ব্যক্তিকে তমালতলা গ্রামের ওয়াহেদ আলীর হিসেবে শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা ছাড়াও দুটি নাশকতা ও দুটি অস্ত্র মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।