গভীর রাতে আগুনে প্রাণ হারালেন ঘুমন্ত স্কুলশিক্ষিকা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৩:৪৪:০৮ | অনলাইন সংস্করণ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় গভীর রাতে বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহফুজা পারভীন (৩৮)।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া মহল্লার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মাহফুজা পারভীন মাওলানা ওহাব হাওলাদারের (মাস্টার) মেয়ে। তিনি স্থানীয় খান সাহেব আবদুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনের শিক্ষিকা ছিলেন।
নিহত মাহফুজা পারভীনের ছোট ভাই (ওষুধ কোম্পানির প্রতিনিধি) মামুন হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘরের মধ্যে প্রচণ্ড ধোঁয়ার কারণে তার ঘুম ভেঙে যায়। আগুনে ঘরের দোতালায় ঘুমন্ত বড়বোন মাহফুজা আর বের হতে পারেনি।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘর দুটি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গভীর রাতে আগুনে প্রাণ হারালেন ঘুমন্ত স্কুলশিক্ষিকা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় গভীর রাতে বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহফুজা পারভীন (৩৮)।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া মহল্লার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মাহফুজা পারভীন মাওলানা ওহাব হাওলাদারের (মাস্টার) মেয়ে। তিনি স্থানীয় খান সাহেব আবদুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনের শিক্ষিকা ছিলেন।
নিহত মাহফুজা পারভীনের ছোট ভাই (ওষুধ কোম্পানির প্রতিনিধি) মামুন হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘরের মধ্যে প্রচণ্ড ধোঁয়ার কারণে তার ঘুম ভেঙে যায়। আগুনে ঘরের দোতালায় ঘুমন্ত বড়বোন মাহফুজা আর বের হতে পারেনি।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘর দুটি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।