রংপুরে অটোরিকশা থেকে লাফিয়ে পালাল হাতকড়া পরা আসামি
রংপুর ব্যুরো
২৮ এপ্রিল ২০২০, ২৩:০৬:২৪ | অনলাইন সংস্করণ
রংপুরের বদরগঞ্জে পুলিশের হেফাজত থেকে আদালতে নেয়ার সময় মাহমুদুল হাসান চৌধুরী (১৯) নামে এক যুবককে হাতকড়া পরা অবস্থায় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের চেংমারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সেচ পাম্প চুরির ঘটনায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া থেকে রবিউল ইসলাম ওরফে টংকু চৌধুরীর ছেলে মাহমুদুল হাসান চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে নিয়ে একটি অটোরিকশায় রংপুর আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশের দুই কনস্টেবল।
অটোরিকশাটি ইউনিয়নের চেংমারী নামক স্থানে পৌঁছলে হাতকড়া পরা অবস্থায় কৌশলে লাফ দিয়ে একটি ভুট্টা ক্ষেতের ভেতরে দিয়ে পালিয়ে যায় মাহমুদুল। পরে ভুট্টা ক্ষেতসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তার কোনো হদিশ মেলেনি।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, মাহমুদুলের বিরুদ্ধে এলাকায় মাদকসহ চুরির বহু অভিযোগে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এর মধ্যে সে দুটি শ্যালো পাম্প চুরি করলে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা থেকে আটক করে পুলিশে দেয়া হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক স্পিডে থাকা অবস্থায় গাড়ি থেকে সে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুরে অটোরিকশা থেকে লাফিয়ে পালাল হাতকড়া পরা আসামি
রংপুরের বদরগঞ্জে পুলিশের হেফাজত থেকে আদালতে নেয়ার সময় মাহমুদুল হাসান চৌধুরী (১৯) নামে এক যুবককে হাতকড়া পরা অবস্থায় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের চেংমারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সেচ পাম্প চুরির ঘটনায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া থেকে রবিউল ইসলাম ওরফে টংকু চৌধুরীর ছেলে মাহমুদুল হাসান চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে নিয়ে একটি অটোরিকশায় রংপুর আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশের দুই কনস্টেবল।
অটোরিকশাটি ইউনিয়নের চেংমারী নামক স্থানে পৌঁছলে হাতকড়া পরা অবস্থায় কৌশলে লাফ দিয়ে একটি ভুট্টা ক্ষেতের ভেতরে দিয়ে পালিয়ে যায় মাহমুদুল। পরে ভুট্টা ক্ষেতসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তার কোনো হদিশ মেলেনি।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, মাহমুদুলের বিরুদ্ধে এলাকায় মাদকসহ চুরির বহু অভিযোগে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এর মধ্যে সে দুটি শ্যালো পাম্প চুরি করলে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা থেকে আটক করে পুলিশে দেয়া হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক স্পিডে থাকা অবস্থায় গাড়ি থেকে সে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।