বিষ খাইয়ে মেরে ফেলা হলো বিলুপ্ত প্রায় প্রজাতির ১১ বানর
যুগান্তর ডেস্ক
০৬ মে ২০২০, ০৫:৩৪:১৩ | অনলাইন সংস্করণ
মাদারীপুরে বিলুপ্ত প্রায় প্রজাতির ১১টি বানরকে বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বানরগুলো মরে থাকার দৃশ্য ফেসবুকে এলাবাসীর কেউ আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে।
এ নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীও।
ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, স্থানীয় একটি বেকারি কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে।
এ ব্যাপারে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, এ ঘটনা দুঃখজনক। বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য। শত বছর ধরে এই বানরগুলো মানুষের প্রতিবেশীর মতোই বসবাস করে আসছে। কেউ কখনও মারেনি। কিছু অমানুষ এই বানরগুলোকে মেরে ফেলেছে।আমরা এর বিচার চাই।
এ ঘটনায় স্থানীয় জেলা বন বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। জঙ্গল কমে মানুষের বসতি বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে বানরের সংখ্যাও কমে গেছে। জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিষ খাইয়ে মেরে ফেলা হলো বিলুপ্ত প্রায় প্রজাতির ১১ বানর
মাদারীপুরে বিলুপ্ত প্রায় প্রজাতির ১১টি বানরকে বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বানরগুলো মরে থাকার দৃশ্য ফেসবুকে এলাবাসীর কেউ আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে।
এ নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীও।
ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, স্থানীয় একটি বেকারি কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে।
এ ব্যাপারে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, এ ঘটনা দুঃখজনক। বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য। শত বছর ধরে এই বানরগুলো মানুষের প্রতিবেশীর মতোই বসবাস করে আসছে। কেউ কখনও মারেনি। কিছু অমানুষ এই বানরগুলোকে মেরে ফেলেছে।আমরা এর বিচার চাই।
এ ঘটনায় স্থানীয় জেলা বন বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। জঙ্গল কমে মানুষের বসতি বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে বানরের সংখ্যাও কমে গেছে। জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে।