বাজার থেকে হেঁটে বাড়ি যাওয়া হলো না কোবাদ আলীর
দিনাজপুর ও বিরল প্রতিনিধি
০৮ মে ২০২০, ২০:১২:৪৯ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে কোবাদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার দধিয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কোবাদ আলী বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে।
নিহতের ভাই আবেদ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কালিয়াগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন কোবাদ আলী। পথে দধিয়াপাড়া নামক স্থানে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এলাকার লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
বিরল থানার এসআই মিজান রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাজার থেকে হেঁটে বাড়ি যাওয়া হলো না কোবাদ আলীর
দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে কোবাদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার দধিয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কোবাদ আলী বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে।
নিহতের ভাই আবেদ আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কালিয়াগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন কোবাদ আলী। পথে দধিয়াপাড়া নামক স্থানে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এলাকার লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
বিরল থানার এসআই মিজান রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করা হবে।