দিনাজপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
১২ মে ২০২০, ১৯:২৪:১০ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বিরলের এক ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে উপজেলার ফরক্কাবাদে এ ঘটনা ঘটে।
আহত শাহিন আলম উপজেলার ফরক্কাবাদ ইউপি'র ৮ নং ওয়ার্ড সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শাহীন আলমকে একই এলাকার মৃত শহরাব আলীর ছেলে গ্রাম পুলিশ শরিফুল ইসলাম (৪৫), হযরত আলী হুজুরের ছেলে দফির উদ্দীন (৩০) ও কফিল উদ্দীন (২৭)সহ এজাহার নামীয় ৮ জন দলবদ্ধভাবে চককাঞ্চন বাজার এলাকায় তার ওপর হামলা চালায়।
এ সময় শাহিনের সঙ্গে থাকা স্ত্রী পারভীন বেগম এগিয়ে এলে তাকেও হাসুয়াসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইউপি সদস্য শাহিনকে চিরতরে শেষ করে ফেলার হুমকি দিয়ে প্রতিপক্ষরা চলে যায়।
প্রতিবেশীরা গুরুতর আহত ইউপি সদস্য শাহিন ও তার স্ত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সোমবার সন্ধ্যায় আহত শাহীনের পিতা বিরল থানায় বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।
থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি দফির উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দিনাজপুরে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম
দিনাজপুরের বিরলের এক ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে উপজেলার ফরক্কাবাদে এ ঘটনা ঘটে।
আহত শাহিন আলম উপজেলার ফরক্কাবাদ ইউপি'র ৮ নং ওয়ার্ড সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শাহীন আলমকে একই এলাকার মৃত শহরাব আলীর ছেলে গ্রাম পুলিশ শরিফুল ইসলাম (৪৫), হযরত আলী হুজুরের ছেলে দফির উদ্দীন (৩০) ও কফিল উদ্দীন (২৭)সহ এজাহার নামীয় ৮ জন দলবদ্ধভাবে চককাঞ্চন বাজার এলাকায় তার ওপর হামলা চালায়।
এ সময় শাহিনের সঙ্গে থাকা স্ত্রী পারভীন বেগম এগিয়ে এলে তাকেও হাসুয়াসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইউপি সদস্য শাহিনকে চিরতরে শেষ করে ফেলার হুমকি দিয়ে প্রতিপক্ষরা চলে যায়।
প্রতিবেশীরা গুরুতর আহত ইউপি সদস্য শাহিন ও তার স্ত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সোমবার সন্ধ্যায় আহত শাহীনের পিতা বিরল থানায় বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।
থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি দফির উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।