মদনে ক্যান্সারের যন্ত্রণায় নারীর আত্মহত্যা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১৩ মে ২০২০, ২০:০২:১৫ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার মদনে ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেড়ে বিলকিস আক্তার নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
বিলকিস আক্তার মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর ৮নং ওয়ার্ডের শাহ আলমের স্ত্রী।
নিহতের বোন সাজু বেগম জানান, তার বোন বিলকিস আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের পরিবারের সঙ্গে খাবার খায়। খাবার খাওয়ার পর ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করতে থাকে। এর ফাঁকে তার বোন বিষপান করে।
তিনি জানান, রাত ১২টার দিকে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব সাইফুল্লাহ জানান, কীটনাশক জাতীয় বিষপান করায় ওই নারীর মৃত্যু হয়েছে।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মদনে ক্যান্সারের যন্ত্রণায় নারীর আত্মহত্যা
নেত্রকোনার মদনে ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেড়ে বিলকিস আক্তার নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
বিলকিস আক্তার মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর ৮নং ওয়ার্ডের শাহ আলমের স্ত্রী।
নিহতের বোন সাজু বেগম জানান, তার বোন বিলকিস আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের পরিবারের সঙ্গে খাবার খায়। খাবার খাওয়ার পর ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করতে থাকে। এর ফাঁকে তার বোন বিষপান করে।
তিনি জানান, রাত ১২টার দিকে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব সাইফুল্লাহ জানান, কীটনাশক জাতীয় বিষপান করায় ওই নারীর মৃত্যু হয়েছে।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।