কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন 

 কুমিল্লা ব্যুরো  
৩০ মে ২০২০, ১০:২৯ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন আহমেদ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত সুমন আহমেদ সুনামগঞ্জ জেলার দোহালিয়া গ্রামের তাজির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। 

ক্যান্টনমেন্ট ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান জানান, শনিবার ভোররাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাতকরা তাকে হত্যা করে মহাসড়কের পাশে লাশটি ফেলে চলে যায়। 

পরে সিআইডির মাধ্যমে লাশের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পরিচয় শনাক্ত করা হয় এবং ময়নাতদন্ত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।  

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন