কুমিল্লায় ক্রেনচাপায় শ্রমিক নিহত
কুমিল্লায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্রেনচাপায় হেদায়েতুল্লাহ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেদায়েতুল্লাহ সদর দক্ষিণ উপজেলার ছনগাঁও গ্রামের আ. লতিফের ছেলে। এ ঘটনায় ক্রেনচালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও দুর্ঘটনায় আহত শ্রমিকরা জানায়, গত প্রায় ৬ মাস ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে মোহনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করে আসছিল কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহিম কনস্ট্রাকশন।
মঙ্গলবার ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্রেনযোগে শ্রমিকরা কাজে যোগদানের জন্য সেখানে যাচ্ছিল। রেললাইনে পৌঁছার ৫শ' গজ আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ক্রেনটি একটি পুকুরে পড়ে যায়। এ সময় শ্রমিকরা লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয় এবং হেদায়েতুল্লাহ নামে ওই শ্রমিক ক্রেনের নিচে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ক্রেনটি উদ্ধার করে এবং আহত শ্রমিকদের নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত ক্রেনচালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
কুমিল্লায় ক্রেনচাপায় শ্রমিক নিহত
কুমিল্লা ব্যুরো
০২ জুন ২০২০, ১৮:০৭:৫২ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্রেনচাপায় হেদায়েতুল্লাহ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেদায়েতুল্লাহ সদর দক্ষিণ উপজেলার ছনগাঁও গ্রামের আ. লতিফের ছেলে। এ ঘটনায় ক্রেনচালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও দুর্ঘটনায় আহত শ্রমিকরা জানায়, গত প্রায় ৬ মাস ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে মোহনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করে আসছিল কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহিম কনস্ট্রাকশন।
মঙ্গলবার ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্রেনযোগে শ্রমিকরা কাজে যোগদানের জন্য সেখানে যাচ্ছিল। রেললাইনে পৌঁছার ৫শ' গজ আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ক্রেনটি একটি পুকুরে পড়ে যায়। এ সময় শ্রমিকরা লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয় এবং হেদায়েতুল্লাহ নামে ওই শ্রমিক ক্রেনের নিচে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ক্রেনটি উদ্ধার করে এবং আহত শ্রমিকদের নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত ক্রেনচালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023