ডেঙ্গুজ্বরে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া সেই আমিনুলের মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১২:২৪:৫৫ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি থেকে আয়ামী লীগে যোগ দেয়া সেই আমিনুল ইসলাম ডেঙ্গুজ্বরে মারা গেছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার কলচোঁ ইউনিয়নের রামপুরার নিজ বাড়িতে তিনি মারা যান। আমিনুল ইসলাম এ বছরহাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেন।
মৃত আমিনুল ইসলাম ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়াবাড়ির বাসিন্দা।
কলচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, গত কয়েক দিন থেকে আমিনুল ইসলাম অসুস্থ ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান। সেখানে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।
এর আগে আমিনুল ইসলাম হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন– ‘এই প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি কিন্তু দুর্বল।
আমিনুলের মৃত্যুতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডেঙ্গুজ্বরে বিএনপি থেকে আ’লীগে যোগ দেয়া সেই আমিনুলের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপি থেকে আয়ামী লীগে যোগ দেয়া সেই আমিনুল ইসলাম ডেঙ্গুজ্বরে মারা গেছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার কলচোঁ ইউনিয়নের রামপুরার নিজ বাড়িতে তিনি মারা যান। আমিনুল ইসলাম এ বছর হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগে যোগদান করেন।
মৃত আমিনুল ইসলাম ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়াবাড়ির বাসিন্দা।
কলচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, গত কয়েক দিন থেকে আমিনুল ইসলাম অসুস্থ ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান। সেখানে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।
এর আগে আমিনুল ইসলাম হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন– ‘এই প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি কিন্তু দুর্বল।
আমিনুলের মৃত্যুতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।