সাটুরিয়ায় ছাত্রলীগ নেতার মামলায় তরুণী গ্রেফতার
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
০৫ জুন ২০২০, ২০:২৯:৪৩ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতার মামলায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পলিকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রাহা মাহমুদা আক্তার পলি (৩২) সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার কন্যা।
বৃহস্পতিবার রাতে মাহমুদা আক্তার পলির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাটুরিয়া থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রানা আহম্মেদ শান্ত।
ছাত্রলীগ নেতা রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা আক্তার পলি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২০ মে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। তাছাড়া ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেন।
এতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্নসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় সাটুরিয়া থানায় বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা জানান, রাহা মাহমুদা আক্তার পলির বিরুদ্ধে সাটুরিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলার পর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাটুরিয়ায় ছাত্রলীগ নেতার মামলায় তরুণী গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতার মামলায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পলিকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রাহা মাহমুদা আক্তার পলি (৩২) সাটুরিয়া উপজেলার পার তিল্লি গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার কন্যা।
বৃহস্পতিবার রাতে মাহমুদা আক্তার পলির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাটুরিয়া থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রানা আহম্মেদ শান্ত।
ছাত্রলীগ নেতা রানা আহম্মেদ শান্ত বলেন, মাহমুদা আক্তার পলি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ২০ মে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। তাছাড়া ২৮ মে, ১ ও ২ জুন একই আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীদের সম্পর্কে মানহানিকর ও অশ্লীল বাক্য প্রয়োগ করে পোস্ট করেন।
এতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্নসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় সাটুরিয়া থানায় বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা জানান, রাহা মাহমুদা আক্তার পলির বিরুদ্ধে সাটুরিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলার পর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।