রাস্তায় পড়ে থাকা অসুস্থ নারীকে হাসপাতালে নিলেন ইউএনও
তানোর (রাজশাহী) প্রতিনিধি
১৬ জুন ২০২০, ১৮:২৯:৪২ | অনলাইন সংস্করণ
রাজশাহীর তানোরে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উপজেলার কৃষ্ণপুর মোড় থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালেও ওই নারীর ব্যাপারে বিভিন্নভাবে খোঁজ-খবর নেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
ইউএনও বলেন, মাথায় ও পায়ে ব্যান্ডেজ নিয়ে বিকাল থেকে অসুস্থ অবস্থায় কৃষ্ণপুর মোড়ে রাস্তার পাশে পড়েছিল ওই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী। পরে স্থানীয়রা সন্ধ্যায় মোবাইল ফোনে জানালে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ভ্যানযোগে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ফেরদৌস জামান প্রমুখ সহযোগিতা করেন বলেও জানান ইউএনও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বলেন, চল্লিশোর্ধ্ব ওই নারী ঠিকমতো কথা বলতে পারছে না। বাড়ি বগুড়ায় এটুকু জানিয়েছে। কিভাবে এখানে আসল সে ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, ইউএনও তাকে হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, অজ্ঞাত ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাস্তায় পড়ে থাকা অসুস্থ নারীকে হাসপাতালে নিলেন ইউএনও
রাজশাহীর তানোরে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উপজেলার কৃষ্ণপুর মোড় থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালেও ওই নারীর ব্যাপারে বিভিন্নভাবে খোঁজ-খবর নেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
ইউএনও বলেন, মাথায় ও পায়ে ব্যান্ডেজ নিয়ে বিকাল থেকে অসুস্থ অবস্থায় কৃষ্ণপুর মোড়ে রাস্তার পাশে পড়েছিল ওই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী। পরে স্থানীয়রা সন্ধ্যায় মোবাইল ফোনে জানালে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ভ্যানযোগে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ফেরদৌস জামান প্রমুখ সহযোগিতা করেন বলেও জানান ইউএনও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বলেন, চল্লিশোর্ধ্ব ওই নারী ঠিকমতো কথা বলতে পারছে না। বাড়ি বগুড়ায় এটুকু জানিয়েছে। কিভাবে এখানে আসল সে ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, ইউএনও তাকে হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, অজ্ঞাত ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।