ভাঙ্গায় নিজ ঘরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
২০ জুন ২০২০, ১৩:৩৪:৫১ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজ ঘরে লামিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার জাহানপুর গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লামিয়া একই গ্রামের মীর আছাদুজ্জামানের মেয়ে।
জানা যায়, রাতে লামিয়া খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর ঘরের বাঁশের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠায়।
ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, লামিয়া স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, বাবার সঙ্গে অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাঙ্গায় নিজ ঘরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজ ঘরে লামিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার জাহানপুর গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লামিয়া একই গ্রামের মীর আছাদুজ্জামানের মেয়ে।
জানা যায়, রাতে লামিয়া খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর ঘরের বাঁশের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠায়।
ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, লামিয়া স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, বাবার সঙ্গে অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে।