ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় তুচ্ছ ঘটনায় ভাতিজার ঘুষিতে চাচা জামাল উদ্দিন (৫০) প্রাণ হারিয়েছন। মঙ্গলবার সকালে উপজেলার বলঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বসতবাড়িতে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে বলঞ্চা গ্রামের দুই চাচাতো ভাই রমজান আলী ও সাহাব আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রমজানের ভাই জামাল উদ্দীন ঘটনাস্থলে আসেন এবং তিনিও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় সাহাব আলীর ছেলে আলম চাচা জামাল উদ্দীনকে ঘুষি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, দোষীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় তুচ্ছ ঘটনায় ভাতিজার ঘুষিতে চাচা জামাল উদ্দিন (৫০) প্রাণ হারিয়েছন। মঙ্গলবার সকালে উপজেলার বলঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বসতবাড়িতে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে বলঞ্চা গ্রামের দুই চাচাতো ভাই রমজান আলী ও সাহাব আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রমজানের ভাই জামাল উদ্দীন ঘটনাস্থলে আসেন এবং তিনিও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় সাহাব আলীর ছেলে আলম চাচা জামাল উদ্দীনকে ঘুষি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামাল।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, দোষীদের আইনের আওতায় আনা হবে।