ঘর তৈরিতে অনিয়ম: জীবননগরের ২ ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত
চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১১:০১:৪৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের বরখাস্ত করেন।
বরখাস্তকৃতরা হলেন- জীবননগর উপজেলার বাঁকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের প্রধান, হাসাদহ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি ও হাসাদহ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম শ্যামল।
বুধবার রাতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুই ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের প্রধান ও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এবং হাসাদহ ইউনিয়ন পরিষদের ৯নং সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ১০ কার্যদিবসের মধ্যে তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানার নোটিশও দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঘর তৈরিতে অনিয়ম: জীবননগরের ২ ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের বরখাস্ত করেন।
বরখাস্তকৃতরা হলেন- জীবননগর উপজেলার বাঁকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের প্রধান, হাসাদহ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি ও হাসাদহ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম শ্যামল।
বুধবার রাতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুই ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের প্রধান ও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এবং হাসাদহ ইউনিয়ন পরিষদের ৯নং সদস্য আশরাফুল ইসলাম শ্যামলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ১০ কার্যদিবসের মধ্যে তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানার নোটিশও দেয়া হয়েছে।