যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে এমপি সেলিমা আহমাদের শোক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৬:৫৭:৪২ | অনলাইন সংস্করণ
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী।
এক শোকবার্তায় তিনি বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত গুণী ও দক্ষ ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি তার মেধা আর পরিশ্রমের মাধ্যমে দুটি বহুল প্রচারিত গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে দেশের শিল্প খাতের উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন।
এসব প্রতিষ্ঠানে কয়েক লাখ মানুষের কর্মসৃজন হয়েছে। নুরুল ইসলামের মৃত্যুতে দেশের শিল্প খাতের অপূরণীয় ক্ষতি হলো।
সেলিমা আহমাদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে এমপি সেলিমা আহমাদের শোক
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী।
এক শোকবার্তায় তিনি বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত গুণী ও দক্ষ ব্যবসায়ী এবং উদ্যোক্তা। তিনি তার মেধা আর পরিশ্রমের মাধ্যমে দুটি বহুল প্রচারিত গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে দেশের শিল্প খাতের উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন।
এসব প্রতিষ্ঠানে কয়েক লাখ মানুষের কর্মসৃজন হয়েছে। নুরুল ইসলামের মৃত্যুতে দেশের শিল্প খাতের অপূরণীয় ক্ষতি হলো।
সেলিমা আহমাদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।