হাতিয়ায় জলদস্যু কমান্ডার বাহার ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নোয়াখালী প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ১০:০৪:৪৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. বাহারউদ্দিন (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
র্যাবের দাবি, নিহত মো. বাহারউদ্দিন জলদস্যুর কমান্ডার। তিনি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের শাহ আলমের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের সূর্যমুখী খালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটকরা হলেন- রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউসুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।
র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ছয়টি আগ্নেয়াস্ত্রসহ আটক চারজনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাতিয়ায় জলদস্যু কমান্ডার বাহার ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. বাহারউদ্দিন (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
র্যাবের দাবি, নিহত মো. বাহারউদ্দিন জলদস্যুর কমান্ডার। তিনি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের শাহ আলমের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের সূর্যমুখী খালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটকরা হলেন- রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউসুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।
র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ছয়টি আগ্নেয়াস্ত্রসহ আটক চারজনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।