শ্রমিক নেতা রিপনের খুনিদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন
সিলেট ব্যুরো
১৬ জুলাই ২০২০, ২১:৫৫:১২ | অনলাইন সংস্করণ
সিলেটে দুর্বৃত্তদের হামলায় খুন হওয়া শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিক নেতাকর্মীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ও পদ্মা ডিপোর সামনে পৃথক পৃথকভাবে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও দফতর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাউছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. গোলাপ খান, কবির খান, বশির মিয়া ও আব্দুল জলিল। এ ছাড়া মানববন্ধনে বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুন হওয়ার তীব্র প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, প্রিয় নেতা রিপন খুন হওয়ার পর থেকে সর্বস্তরের শ্রমিকরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে আন্দোলন করে যাচ্ছে। বক্তারা হত্যা মামলায় এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। ধারাবাহিক কর্মসূচির অংশহিসেবে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা খোজারখলাস্থ মার্কাস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হবে। উল্লেখ্য, গত ১০ জুলাই শুক্রবার রাত ১০টায় ইকবাল হোসেন রিপন ও তার বন্ধু বাবলা আহমদ তালুকদার মোটর সাইকেলযোগে যাওয়ার পথে নগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তরা ধরাল অস্ত্র দিয়ে রিপনকে খুন করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রমিক নেতা রিপনের খুনিদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন
সিলেটে দুর্বৃত্তদের হামলায় খুন হওয়া শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিক নেতাকর্মীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ও পদ্মা ডিপোর সামনে পৃথক পৃথকভাবে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও দফতর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাউছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. গোলাপ খান, কবির খান, বশির মিয়া ও আব্দুল জলিল। এ ছাড়া মানববন্ধনে বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুন হওয়ার তীব্র প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, প্রিয় নেতা রিপন খুন হওয়ার পর থেকে সর্বস্তরের শ্রমিকরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে আন্দোলন করে যাচ্ছে। বক্তারা হত্যা মামলায় এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান। ধারাবাহিক কর্মসূচির অংশহিসেবে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা খোজারখলাস্থ মার্কাস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হবে। উল্লেখ্য, গত ১০ জুলাই শুক্রবার রাত ১০টায় ইকবাল হোসেন রিপন ও তার বন্ধু বাবলা আহমদ তালুকদার মোটর সাইকেলযোগে যাওয়ার পথে নগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তরা ধরাল অস্ত্র দিয়ে রিপনকে খুন করে।