সাপের কামড়ে হাসপাতালে ভর্তি, বাড়ি আনার পর যুবকের মৃত্যু
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০০:০৫:৩৩ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাপের কামড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালে চিকিৎসার পর উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌষার গ্রামে বাড়িতে আনলে রোববার তার মৃত্যু হয়।
সাকিব ওই গ্রামের চাঁনমিয়া সর্দারের ছোট ছেলে।
নিহতের চাচা মেহেদী সর্দার জানান, শনিবার সাকিব বাড়ির দক্ষিণে পদ্মা নদীর পাড় থেকে পাটখড়ি আনতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করি। সেখানে তার শারীরিক অবস্থা উন্নতি দেখে বাসায় নিয়ে আসি। রোববার সকালে সে অসুস্থ বোধ করলে পুনরায় হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাপের কামড়ে হাসপাতালে ভর্তি, বাড়ি আনার পর যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাপের কামড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালে চিকিৎসার পর উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌষার গ্রামে বাড়িতে আনলে রোববার তার মৃত্যু হয়।
সাকিব ওই গ্রামের চাঁনমিয়া সর্দারের ছোট ছেলে।
নিহতের চাচা মেহেদী সর্দার জানান, শনিবার সাকিব বাড়ির দক্ষিণে পদ্মা নদীর পাড় থেকে পাটখড়ি আনতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করি। সেখানে তার শারীরিক অবস্থা উন্নতি দেখে বাসায় নিয়ে আসি। রোববার সকালে সে অসুস্থ বোধ করলে পুনরায় হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।