শিবচরে বন্যা দুর্গতদের মাঝে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ২১:৪৬:০৯ | অনলাইন সংস্করণ
মাদারীপুরে শিবচরে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
মঙ্গলবার সকালে উপজেলার সন্যাসীরচর, বন্দরখোলা, মাদবরচর এলাকায় বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থাটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একটি নৌকা নিয়ে বন্যায় পানিবন্দি এলাকাগুলো ঘুরে বয়স্ক ও অসহায় মানুষের হাতে তুলে দেন পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডালের প্যাকেট।
শাহাদাৎ হোসেন মুন্না বলেন, দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখা দিয়েছে নদী ভাঙন। এমন পরিস্থিতিতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের নিরাপদ খাদ্য সহায়তায় আমরা এগিয়ে এসেছি। আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শিবচরে বন্যা দুর্গতদের মাঝে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ
মাদারীপুরে শিবচরে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
মঙ্গলবার সকালে উপজেলার সন্যাসীরচর, বন্দরখোলা, মাদবরচর এলাকায় বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থাটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একটি নৌকা নিয়ে বন্যায় পানিবন্দি এলাকাগুলো ঘুরে বয়স্ক ও অসহায় মানুষের হাতে তুলে দেন পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডালের প্যাকেট।
শাহাদাৎ হোসেন মুন্না বলেন, দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখা দিয়েছে নদী ভাঙন। এমন পরিস্থিতিতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের নিরাপদ খাদ্য সহায়তায় আমরা এগিয়ে এসেছি। আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।