নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর ডোবায় নারীর লাশ
নোয়াখালী প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ১৮:০৫:৪০ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে পরানী (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদীতলা এলাকার বইছা মিয়ার নতুন বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরানী নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আক্কাসের মেয়ে। তিনি ৫ সন্তানের জননী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্বামীর সঙ্গে নিহত পরানীর ডিভোর্সের পর ৫-৬ বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করছিলেন। একপর্যায়ে তিনি গত ১২ জুলাই বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। তখন তার পরিবার থানায় জিডি করে।
বুধবার সকালে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে লাশটি ডোবায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বেগমগঞ্জ থানার ওসি হারুন রশীদ চৌধুরী জানান, লাশের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর ডোবায় নারীর লাশ
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে পরানী (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদীতলা এলাকার বইছা মিয়ার নতুন বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরানী নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আক্কাসের মেয়ে। তিনি ৫ সন্তানের জননী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্বামীর সঙ্গে নিহত পরানীর ডিভোর্সের পর ৫-৬ বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করছিলেন। একপর্যায়ে তিনি গত ১২ জুলাই বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। তখন তার পরিবার থানায় জিডি করে।
বুধবার সকালে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে লাশটি ডোবায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বেগমগঞ্জ থানার ওসি হারুন রশীদ চৌধুরী জানান, লাশের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।