আক্তার হত্যা: কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার
কুমিল্লা ব্যুরো
২৫ জুলাই ২০২০, ১১:৩৮:৩৯ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় বহুল আলোচিত ব্যবসায়ী আক্তার হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর হোসেনকে অবশেষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ বহিষ্কারাদেশ জারি করেন। শনিবার কুমিল্লা মহানগর যুবলীগের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে জানানো হয়, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন। সম্প্রতি কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলমগীর হোসেনের বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক এবং আইন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।
এ কারণে বিতর্কিত এ কাউন্সিলরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত ১০ জুলাই প্রকাশ্যেই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আলোচিত এ হত্যাকাণ্ডের হোতা কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন গা ঢাকা দিয়েছে।
তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রাখলেও পুলিশের জাল ভেদ করেই তিনি গ্রেফতার এড়িয়ে চলছেন। এতে ওই ব্যবসায়ীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আক্তার হত্যা: কাউন্সিলর আলমগীরকে যুবলীগ থেকে বহিষ্কার
কুমিল্লায় বহুল আলোচিত ব্যবসায়ী আক্তার হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর হোসেনকে অবশেষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ বহিষ্কারাদেশ জারি করেন। শনিবার কুমিল্লা মহানগর যুবলীগের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে জানানো হয়, আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন। সম্প্রতি কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলমগীর হোসেনের বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক এবং আইন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।
এ কারণে বিতর্কিত এ কাউন্সিলরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত ১০ জুলাই প্রকাশ্যেই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আলোচিত এ হত্যাকাণ্ডের হোতা কুমিল্লা নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন গা ঢাকা দিয়েছে।
তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রাখলেও পুলিশের জাল ভেদ করেই তিনি গ্রেফতার এড়িয়ে চলছেন। এতে ওই ব্যবসায়ীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগ করা হয়েছে।