কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ রকিবুল আমীন রকিব নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার হদগড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকিব (৩২) শহরতলীর বলরামপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য একদল সন্ত্রাসী মহাসড়কে অবস্থান নেয়। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোক্তল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের হদগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাঠের বাটযুক্ত একটি রিভলবারসহ সন্ত্রাসী রকিবকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি আনোয়ারুল আজিম জানান, আটক সন্ত্রাসী রকিব একজন পেশাদার অপরাধী, সে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ রকিবুল আমীন রকিব নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার হদগড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকিব (৩২) শহরতলীর বলরামপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য একদল সন্ত্রাসী মহাসড়কে অবস্থান নেয়। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোক্তল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের হদগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাঠের বাটযুক্ত একটি রিভলবারসহ সন্ত্রাসী রকিবকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি আনোয়ারুল আজিম জানান, আটক সন্ত্রাসী রকিব একজন পেশাদার অপরাধী, সে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।