নকল সোনার বার দিয়ে প্রতারণা, আটক ৫
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ জুলাই ২০২০, ১৮:৫৬:৩২ | অনলাইন সংস্করণ
নকল সোনার বার দিয়ে প্রতারণাকারী এক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, বাহনে আগে থেকেই প্রতারকচক্রের ২/১ জন সদস্য বসা থাকে৷ সাধারণ যাত্রী উঠার কিছুক্ষণ পর চালক হঠাৎ করে তাদের বলে, ভাই/আপা, আমি পড়ালেখা জানি না। আমার চাচা চিঠিসহ এই বক্সটা আমাকে দিয়েছেন/ আমি বক্সটা কুড়িয়ে পেয়েছি। দেখেন তো কী লেখা আছে?
যানবাহনের যাত্রীরা প্রতারণাপূর্ণ চিঠিটি পড়ে স্বর্ণের বারের মতো চকচকে পিতলের তৈরি বারকে মনে করে আসল সোনার বার। তখন ওই চালক এবং ছদ্মবেশী অন্য সদস্যরা যাত্রীদেরকে নকল বারটি কিনতে উদ্বুদ্ধ করে। যাত্রীরা ফাঁদে পড়লে বারটি কিনে নেন অথবা তাদের কাছে থাকা আসল গহনার বিনিময়ে নিয়ে প্রতারিত হন। এভাবে নকল সোনা বার দেখিয়ে চট্টগ্রাম জেলার জনবহুল বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে সংঘবদ্ধ একটি প্রতারকচক্র।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এমন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তারা ওই এলাকার জমজম সিএনজি ফিলিং স্টেশনের বিপরীতে নকল স্বর্ণের বার বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।
আটককৃতরা হল জসিম উদ্দিন (৪২), মো. ওসমান (২৯), মো. সোলাইমান (৩৫), মো. ইদ্রিস (৫৮) ও মো. আবু জাহেদ (৩৬)। তাদের দেহ তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি নকল সোনার বার, ৯টি শিরিশ কাগজ, ৩টি টেস্টার, ১০টি স্ক্রু ড্রাইভার, ১টি তাতাল, ১টি রেত, ১টি নোজ প্লায়ার্স, ১টি প্লায়ার্স, ১টি অটো রেঞ্জ, ১টি হেক্স ফ্রেম, ২টি হেক্স ব্লেড, ১টি গহনার বক্স, ১টি হিট সিল, ৬টি নাট, ৫টি বফ সাবান টুকরা এবং ১টি রেঞ্জসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নকল সোনার বার দিয়ে প্রতারণা, আটক ৫
নকল সোনার বার দিয়ে প্রতারণাকারী এক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, বাহনে আগে থেকেই প্রতারকচক্রের ২/১ জন সদস্য বসা থাকে৷ সাধারণ যাত্রী উঠার কিছুক্ষণ পর চালক হঠাৎ করে তাদের বলে, ভাই/আপা, আমি পড়ালেখা জানি না। আমার চাচা চিঠিসহ এই বক্সটা আমাকে দিয়েছেন/ আমি বক্সটা কুড়িয়ে পেয়েছি। দেখেন তো কী লেখা আছে?
যানবাহনের যাত্রীরা প্রতারণাপূর্ণ চিঠিটি পড়ে স্বর্ণের বারের মতো চকচকে পিতলের তৈরি বারকে মনে করে আসল সোনার বার। তখন ওই চালক এবং ছদ্মবেশী অন্য সদস্যরা যাত্রীদেরকে নকল বারটি কিনতে উদ্বুদ্ধ করে। যাত্রীরা ফাঁদে পড়লে বারটি কিনে নেন অথবা তাদের কাছে থাকা আসল গহনার বিনিময়ে নিয়ে প্রতারিত হন। এভাবে নকল সোনা বার দেখিয়ে চট্টগ্রাম জেলার জনবহুল বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে সংঘবদ্ধ একটি প্রতারকচক্র।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এমন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তারা ওই এলাকার জমজম সিএনজি ফিলিং স্টেশনের বিপরীতে নকল স্বর্ণের বার বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল।
আটককৃতরা হল জসিম উদ্দিন (৪২), মো. ওসমান (২৯), মো. সোলাইমান (৩৫), মো. ইদ্রিস (৫৮) ও মো. আবু জাহেদ (৩৬)। তাদের দেহ তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি নকল সোনার বার, ৯টি শিরিশ কাগজ, ৩টি টেস্টার, ১০টি স্ক্রু ড্রাইভার, ১টি তাতাল, ১টি রেত, ১টি নোজ প্লায়ার্স, ১টি প্লায়ার্স, ১টি অটো রেঞ্জ, ১টি হেক্স ফ্রেম, ২টি হেক্স ব্লেড, ১টি গহনার বক্স, ১টি হিট সিল, ৬টি নাট, ৫টি বফ সাবান টুকরা এবং ১টি রেঞ্জসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।