মুরাদনগরে ড্রেজার মেশিন জব্দ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার রানীমুহুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান ড্রেজার মালিক ও শ্রমিকরা।
জানা যায়, রানীমুহুরি গ্রামে কৃষিজমির মধ্যে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন ধরে মাটি কেটে আসছেন একই উপজেলার গাংকাটিয়া গ্রামের জলিল মিয়ার ছেলে জহির ও শুশুণ্ডা গ্রামের দেলোয়ার। এতে পাশে থাকা জমিগুলো ড্রেজারের গভীর গর্তে বিলীন হয়ে যাচ্ছিল।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, আমরা নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছি। তার পরিপ্রেক্ষিতে রানীমুহুরিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।
আমরা চলমান ড্রেজার মেশিন দুটি জব্দ করেছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুরাদনগরে ড্রেজার মেশিন জব্দ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার রানীমুহুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান ড্রেজার মালিক ও শ্রমিকরা।
জানা যায়, রানীমুহুরি গ্রামে কৃষিজমির মধ্যে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন ধরে মাটি কেটে আসছেন একই উপজেলার গাংকাটিয়া গ্রামের জলিল মিয়ার ছেলে জহির ও শুশুণ্ডা গ্রামের দেলোয়ার। এতে পাশে থাকা জমিগুলো ড্রেজারের গভীর গর্তে বিলীন হয়ে যাচ্ছিল।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, আমরা নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছি। তার পরিপ্রেক্ষিতে রানীমুহুরিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।
আমরা চলমান ড্রেজার মেশিন দুটি জব্দ করেছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।