৪০০ পরিবারকে ঈদ উপহার দিল ‘কিছু করতে চাই’
রাজশাহীতে ৪০০ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা একটি গ্রুপ ‘কিছু করতে চাই’।
মঙ্গলবার দুপুরে গ্রুপটির পক্ষ থেকে দরিদ্র এবং তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, লবণ, সেমাই, আটা এবং নুডুলস বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা এবং জেলা পরিষদের চেয়্যারম্যান মোহাম্মদ আলী সরকার।
এ সময় বাদশা বলেন, আমরা একটি দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই প্রতিটি মানুষকেই তার সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে হবে। ‘কিছু করতে চাই’ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি একটি ভালো উদ্যোগ।
প্রসঙ্গত, করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্য করার জন্য ফেসবুকভিত্তিক এই সংগঠনটি গড়ে তোলা হয়। যারা ত্রাণের জন্য মুখ খুলতে পারেন না, এমন পরিবারগুলোকে শুরু থেকেই খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন গ্রুপের স্বেচ্ছাসেবকরা। ঈদুল আজহার মতো গেল ঈদুল ফিতরেও তারা অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৪০০ পরিবারকে ঈদ উপহার দিল ‘কিছু করতে চাই’
রাজশাহীতে ৪০০ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা একটি গ্রুপ ‘কিছু করতে চাই’।
মঙ্গলবার দুপুরে গ্রুপটির পক্ষ থেকে দরিদ্র এবং তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, লবণ, সেমাই, আটা এবং নুডুলস বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ করেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা এবং জেলা পরিষদের চেয়্যারম্যান মোহাম্মদ আলী সরকার।
এ সময় বাদশা বলেন, আমরা একটি দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই প্রতিটি মানুষকেই তার সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে হবে। ‘কিছু করতে চাই’ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি একটি ভালো উদ্যোগ।
প্রসঙ্গত, করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্য করার জন্য ফেসবুকভিত্তিক এই সংগঠনটি গড়ে তোলা হয়। যারা ত্রাণের জন্য মুখ খুলতে পারেন না, এমন পরিবারগুলোকে শুরু থেকেই খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন গ্রুপের স্বেচ্ছাসেবকরা। ঈদুল আজহার মতো গেল ঈদুল ফিতরেও তারা অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে।