কুমিল্লায় ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে হতদরিদ্র পরিবারের মাঝে। বুধবার বিকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে ৭৬০ জন দরিদ্র পরিবারের সদস্যকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল হক এ বিতরণ কার্যক্রম মনিটরিং এবং পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুরাদ এবং রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা উপস্থিত ছিলেন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার অতি দরিদ্র পরিবারগুলোকে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলায় ৭ হাজার ৬৭৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়। এরই অংশহিসেবে রাজাপুর ইউনিয়নের ৭৬০ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া বুধবার দিনভর জেলার ১৭ উপজেলা এবং ৮টি পৌরসভা এলাকায় এ খাদ্যশস্য বিতরণ করার মধ্য দিয়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে হতদরিদ্র পরিবারের মাঝে। বুধবার বিকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদে ৭৬০ জন দরিদ্র পরিবারের সদস্যকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল হক এ বিতরণ কার্যক্রম মনিটরিং এবং পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুরাদ এবং রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা উপস্থিত ছিলেন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার অতি দরিদ্র পরিবারগুলোকে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলায় ৭ হাজার ৬৭৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়। এরই অংশহিসেবে রাজাপুর ইউনিয়নের ৭৬০ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া বুধবার দিনভর জেলার ১৭ উপজেলা এবং ৮টি পৌরসভা এলাকায় এ খাদ্যশস্য বিতরণ করার মধ্য দিয়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।