মোটরসাইকেলের সংঘর্ষে নিখোঁজ ছাত্রের লাশ পানির নিচ থেকে উদ্ধার
রাজশাহী ব্যুরো
০৪ আগস্ট ২০২০, ১৮:১২:০০ | অনলাইন সংস্করণ
রাজশাহী মহানগরীর বরেন্দ্র কলেজের আবু রায়হান (২০) নামে একাদশ শ্রেণীর এক ছাত্রের লাশ পানির নিচে পাওয়া গেছে। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ওই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন।
সোমবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র আবু রায়হান বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখণ্ড গ্রামের আবদুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে আবু রায়হান তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাগমারার মাড়িয়া মোড় থেকে দামনাশের দিকে যাচ্ছিলেন। গোবিন্দপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে রায়হানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এর ফলে দুই মোটরসাইকেলে থাকা চারজন আরোহী সড়কে ও আশপাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
কিন্তু মোটরসাইকেলে থাকা আবু রায়হানের খোঁজ মিলছিল না। পরে তার সহযাত্রীর জ্ঞান ফিরলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পানির নিচ থেকে আবু রায়হানকে উদ্ধার করে কেশরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন বলেন, আবু রায়হান রাজশাহী শহরে থাকতেন। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন। বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারালেন। মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয়েছে। আহত সবাই একই উপজেলার বাসিন্দা ও বয়সে তরুণ।
বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় নিহত কলেজছাত্রের লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোটরসাইকেলের সংঘর্ষে নিখোঁজ ছাত্রের লাশ পানির নিচ থেকে উদ্ধার
রাজশাহী মহানগরীর বরেন্দ্র কলেজের আবু রায়হান (২০) নামে একাদশ শ্রেণীর এক ছাত্রের লাশ পানির নিচে পাওয়া গেছে। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ওই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন।
সোমবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র আবু রায়হান বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের করখণ্ড গ্রামের আবদুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে আবু রায়হান তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাগমারার মাড়িয়া মোড় থেকে দামনাশের দিকে যাচ্ছিলেন। গোবিন্দপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে রায়হানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এর ফলে দুই মোটরসাইকেলে থাকা চারজন আরোহী সড়কে ও আশপাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
কিন্তু মোটরসাইকেলে থাকা আবু রায়হানের খোঁজ মিলছিল না। পরে তার সহযাত্রীর জ্ঞান ফিরলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পানির নিচ থেকে আবু রায়হানকে উদ্ধার করে কেশরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন বলেন, আবু রায়হান রাজশাহী শহরে থাকতেন। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন। বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ হারালেন। মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয়েছে। আহত সবাই একই উপজেলার বাসিন্দা ও বয়সে তরুণ।
বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় নিহত কলেজছাত্রের লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।