মাদারীপুরে র্যাবের অভিযানে ‘মাদককারবারি’ আটক
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৫:৩৬:১৩ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দেশীয় অস্ত্রসহ ফরহাদ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে মাদারীপুর র্যাব-৮।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরপ্রসন্নদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরহাদ শেখ মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরপ্রসন্নদী গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদারীপুরে র্যাবের অভিযানে ‘মাদককারবারি’ আটক
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দেশীয় অস্ত্রসহ ফরহাদ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে মাদারীপুর র্যাব-৮।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরপ্রসন্নদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরহাদ শেখ মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরপ্রসন্নদী গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন শেখকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে।
এ সময় আটককৃত আসামির কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেন।