রাজবাড়ীতে উদ্ধারকৃত চোরাই গরু মালিককে ফিরিয়ে দিল পুলিশ
রাজবাড়ী প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ২৩:১৬:৫৮ | অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে উদ্ধারকৃত একটি চোরাই গরু মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে গরুটির মালিক রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আ. রাজ্জাক চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে গরুটি হস্তান্তর করা হয়।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকায় টহল ডিউটি করছিলেন। সজ্জনকান্দা এলাকার ডা. এমএ কুদ্দুসের বাড়ির সামনে থেকে পিকআপে নিয়ে যাওয়ার সময় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অস্ট্রেলিয়ান জাতের চোরাই গরুটি উদ্ধার এবং ২ চোরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল- ফরিদপুরের কোতোয়ালি থানাধীন রসুলপুর গ্রামের চান খাঁর ছেলে রেজাউল খাঁ (৩৬) এবং রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আ. হাই শেখের ছেলে সজীব শেখ (২২)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজবাড়ীতে উদ্ধারকৃত চোরাই গরু মালিককে ফিরিয়ে দিল পুলিশ
রাজবাড়ীতে উদ্ধারকৃত একটি চোরাই গরু মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে গরুটির মালিক রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আ. রাজ্জাক চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে গরুটি হস্তান্তর করা হয়।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহ উদ্দিন, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকায় টহল ডিউটি করছিলেন। সজ্জনকান্দা এলাকার ডা. এমএ কুদ্দুসের বাড়ির সামনে থেকে পিকআপে নিয়ে যাওয়ার সময় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অস্ট্রেলিয়ান জাতের চোরাই গরুটি উদ্ধার এবং ২ চোরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল- ফরিদপুরের কোতোয়ালি থানাধীন রসুলপুর গ্রামের চান খাঁর ছেলে রেজাউল খাঁ (৩৬) এবং রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আ. হাই শেখের ছেলে সজীব শেখ (২২)।