ট্রাকে পাজেরো জিপের ধাক্কা, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আহত
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৩:৫৪:৩২ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রডবোঝাই বিকল ট্রাকের সঙ্গে পাজেরো জিপের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে চড়াইকোল জুলাইয়ের বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে এনএসআইয়ের যুগ্ম পরিচালক ইদ্রিস আলী পাজেরো জিপে তার পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে তাদের পাজেরো জিপের ধাক্কা লাগে।
এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও তার গাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। যুগ্ম পরিচালক ও তার পরিবারের সদস্যরা কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি তাদের হেফাজতে নিয়েছে।
সংঘর্ষে এনএসআই যুগ্ম পরিচালক ব্যবহৃত পাজেরো জিপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত দুদিন ধরে মহাসড়কের ওপর রডবোঝাই ট্রাক বিকল হয়ে থাকায় ছোটবড় দুর্ঘটনা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাকে পাজেরো জিপের ধাক্কা, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আহত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রডবোঝাই বিকল ট্রাকের সঙ্গে পাজেরো জিপের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে চড়াইকোল জুলাইয়ের বাড়ির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে এনএসআইয়ের যুগ্ম পরিচালক ইদ্রিস আলী পাজেরো জিপে তার পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে তাদের পাজেরো জিপের ধাক্কা লাগে।
এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও তার গাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। যুগ্ম পরিচালক ও তার পরিবারের সদস্যরা কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি তাদের হেফাজতে নিয়েছে।
সংঘর্ষে এনএসআই যুগ্ম পরিচালক ব্যবহৃত পাজেরো জিপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত দুদিন ধরে মহাসড়কের ওপর রডবোঝাই ট্রাক বিকল হয়ে থাকায় ছোটবড় দুর্ঘটনা হয়।