কুমিল্লায় মালবাহী ট্রাকে ইয়াবা, গ্রেফতার ১
কুমিল্লায় মালবাহী ট্রাকে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী গ্রামের রাশেদ মিয়ার ছেলে।
কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উপজেলা মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।
ওই চেকপোস্টে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে গাড়ির বনেটের ভেতরে থাকা ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় মালবাহী ট্রাকে ইয়াবা, গ্রেফতার ১
কুমিল্লায় মালবাহী ট্রাকে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী গ্রামের রাশেদ মিয়ার ছেলে।
কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উপজেলা মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।
ওই চেকপোস্টে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে গাড়ির বনেটের ভেতরে থাকা ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।