নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুমিল্লা ব্যুরো
১২ আগস্ট ২০২০, ২১:১৩:১৩ | অনলাইন সংস্করণ
কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত পল্লী চিকিৎসক মো. জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার বিকালে নাঙ্গলকোট উপজেলার বাকীহাটি গ্রামে এ মানববন্ধন করা হয়। এতে গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসেম মাস্টার, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভুইয়া, নিহতের মেয়ে ফারজানা আক্তার।
বক্তারা সমাজসেবী পল্লী চিকিৎসক জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকরীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট আসর নামাজের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ১৩ জনকে আসামি করে তার ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত পল্লী চিকিৎসক মো. জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার বিকালে নাঙ্গলকোট উপজেলার বাকীহাটি গ্রামে এ মানববন্ধন করা হয়। এতে গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসেম মাস্টার, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভুইয়া, নিহতের মেয়ে ফারজানা আক্তার।
বক্তারা সমাজসেবী পল্লী চিকিৎসক জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকরীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট আসর নামাজের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ১৩ জনকে আসামি করে তার ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন।