ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চাচা ও ভাতিজার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১২:১৬:২১ | অনলাইন সংস্করণ
ঢাকার অদূরে ধামরাইয়ে বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এক্সেল কন্ট্রোল লোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাখাল চন্দ্র দাস (৩৭) ও নরেন্দ্র চন্দ্র দাস (৩১)। তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নিহতদের লাশ নিয়ে গেছেন স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ইটবোঝাই একটি ট্রাক বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের কেবিনে থাকা দুজনই ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৭ জন।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের কন্ট্রোল রুম জানায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন স্বজনরা। এ ব্যাপারে ধামরাই থানায় সড়ক ও পরিবহন দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান মাসুদ যুগান্তরকে বলেন, এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চাচা ও ভাতিজার
ঢাকার অদূরে ধামরাইয়ে বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এক্সেল কন্ট্রোল লোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাখাল চন্দ্র দাস (৩৭) ও নরেন্দ্র চন্দ্র দাস (৩১)। তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নিহতদের লাশ নিয়ে গেছেন স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ইটবোঝাই একটি ট্রাক বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের কেবিনে থাকা দুজনই ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৭ জন।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের কন্ট্রোল রুম জানায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন স্বজনরা। এ ব্যাপারে ধামরাই থানায় সড়ক ও পরিবহন দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান মাসুদ যুগান্তরকে বলেন, এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি।